Monday, March 9, 2015

শিখুন কিভাবে Mikrotik Router কনফিগার করবেন। (RB2011UiAS-RM) এর LAN ও WAN NAT Configuration দেখুন ?


How to Configure MikroTik Router?

আমরা আজ দেখব কিভাবে Mikrotik Router এর LAN ও WAN Configuration...করা হয়।


MikroTIK Router OS Configuration করার জন্য আমরা Mikrotik এর Winbox Tool টি ব্যাবহার করবো।
Winbox Tool টি আপনার কাছে Download করা না থাকলে, তা Download করে নিন। নিন্মে লিংক টি দেয়া হল। 

http://www.mikrotik.com/download

Winbox  এর লগ ইন caption.



এখানে আমরা দেখতে পাই, 

  1. UserName / Password
  2. Save
  3. Connect To / Connect
  4. Tools
1. Connect To / Connect:  এর বাটনে Click করলেই আমরা দেখতে পাবো যে কটা router list এ আছে। এখান থেকে আমরা আমাদের routrer এর MAC বা IP select করে connect দিবো।

2. UserName / Password : Mikrotik Router OS এর Default username admin এবং password Blank থাকে।
আপনি চাইলে পরে তা পরিবর্তন করে নিতে পারবেন।

3. Save :  Router er IP এবং admin / password আপনি চাইলে Save এর মাধ্যমে তা সংরক্ষণ করে রাখতে পারেন Winbox Cache এর মধ্যে, এতে আপনাকে বারবার Log In করার সময় username / password দেয়ার প্রয়োজন পরবেনা। যে Router বা IP তে আপনি Log In করতে চান সেটা Address list থেকে Select করে Connect দিলেই তা কানেক্ট হয়ে যাবে।

4. Tools : এর মাধ্যমে আপনি Cache clear, address list remove, Address Import, Export করতে পারবেন
এ Tools এর মাধ্যমে।


Router OS Pane



Connect করার পর এই OS Pane দেখতে পাই, এখান থেকে আমরা Interfaces Tab এ Click করে Interfaces pane গিয়ে Interface Select করবো।



 Interfaces pane

এখানে Interface List থেকে ether 1 (WAN) এবং ether 2 (LAN) এর জন্য ব্যাবহার করবো।


1. ether 1:  




Interface List থেকে ether 1 double click (Red Mark area) করে Interface ether 1 ওপেন করবো। এবার Name tab এ গিয়ে ether 1 এর নাম Change করে WAN করবো।  বুঝার জন্য সুবিধা হয় যে এ ether 1 এ ISP (Internet Service Provider) থেকে লাইন এসেছে।


 2. ether 2 : 
 
এবার
Interface List থেকে ether 2 double click (Red Mark area) করে Interface ether 2 ওপেন করবো। এবার Name tab এ গিয়ে ether 2 এর নাম Change করে LAN করবো।  বুঝার জন্য সুবিধা হয় যে এ ether 2 দিয়ে Local user কে Switch এর মাধ্যমে Connection দিবো।


IP Addresses ADD Both ether 1, ether 2

ether 1 :



এখন Router OS Pane এর বামপাশের IP Tab এ ক্লিক করে Addresses Tab এ ক্লিক করলেই Addresses List Pane ওপেন হবে। এরপর এখানে +(ADD) বাটনে ক্লিক করলেই New Addresses Caption টি ওপেন হবে। 

এবার 
Address Tab -  এ IP Address add করবো।
Network - IP Address বসানোর পর apply দিলেই, auto Network broadcast IP add হয়ে যাবে।
Interface - কোন Interface এ IP Add করছি তা সিলেক্ট করে দিতে হবে এই Tab থেকে, যেমন ether1, বা ether 2 ? আমরা এখানে ISP থেকে যে IP পেয়েছি তা বসাবো। 

Address: 192.168.1.10/24
Network : 192.168.1.0 after apply, (Apply করার পর Network broadcast IP add হয়ে যাবে।
Interface : tab এ click করে Interface সিলেক্ট করবো ether 1 as WAN.



ether 2

এই Interface ও ether 1 এর মতো, একইভাবে IP Add করবো শুধো Interface change হবে, ether 2 LAN হিসেবে ব্যাবহার করবো।



এখন Router OS Pane এর বামপাশের IP Tab এ ক্লিক করে Addresses Tab এ ক্লিক করলেই Addresses List Pane ওপেন হবে। এরপর এখানে +(ADD) বাটনে ক্লিক করলেই New Addresses Caption টি ওপেন হবে। 

এবার 
Address Tab -  এ IP Address add করবো।
Network - IP Address বসানোর পর apply দিলেই, auto Network broadcast IP add হয়ে যাবে।
Interface - কোন Interface এ IP Add করছি তা সিলেক্ট করে দিতে হবে এই Tab থেকে, যেমন ether1, বা ether 2 ? আমরা এখানে LAN এর জন্য যে IP Series সিলেক্ট করেছি তা বসাবো। 

Address: 10.10.10.1/24
Network : 10.10.10.0 after apply, (Apply করার পর Network broadcast IP add হয়ে যাবে।
Interface : tab এ click করে Interface সিলেক্ট করবো ether 2 as LAN.


DNS ADD Configure: কিভাবে DNS অ্যাড করবো? 

প্রথমে IP, তারপর DNS, click করার পর DNS settings caption আসবে।
এখানে Servers tab এ DNS বসাবো, সাধারণত সবাই Google DNS টাই ব্যাবহার করে আমরা ও তাই বসালাম, like 8.8.8.8. এবার apply, ok press করবো।
 

Add DHCP Server. কিভাবে DHCP Server কনফিগার করবেন?


প্রথম এ ক্লিক করবো IP tab, তারপর DHCP Server, caption টি ওপেন হওয়ার পর DHCP Setup এ ক্লিক করবেন। এবার DHCP Server Interface: ether 2 select করে নেক্সট continue করে যান, তারপর ok Press করুন। 

 Add Routes কিভাবে Routes কনফিগার করবেন ?



এবার আমরা Route add করবো, IP tab থেকে Routes এ ক্লিক করে Route List এর +add বাটন এ ক্লিক করলে, New Route caption ওপেন হবে। এখন ISP থেকে যে Gateway number টি আমাদের দেয় তা এখানে add করে, apply, ok press করবো।




কিভাবে NAT কনফিগার করবো ?


 প্রথমে click IP tab, এরপর ক্লিক Firewall, এখন Firewall Caption open হবে। Firewall এর NAT tab এ ক্লিক করে + add বাটন ক্লিক করুন। দেখবেন New NAT Rule Caption টি ওপেন হয়েছে, 
এখানে General tab এর Chain : srcnat ঠিক থাকবে, change হবে Out Interface : ether 1 (WAN)
এখন উপরে General Tab এর পাশে Action tab এ ক্লিক করুন, Action এ ক্লিক করে masquerade সিলেক্ট করে apply, ok press করুন।




Ping : www.gmail.com 


এবার New Terminal এ ক্লিক করে Terminal ওপেন করে। www.gmail.com site টি Ping করুন।
reply should count.

 ভিডিও ফাইল টি দেখুন...। See the Video File.

Thanks For be with us.


ধন্যবাদ 

Thursday, March 5, 2015

(কিভাবে Wi-Fi Mesh Network করা যায় Single SSID & Single Access Point, Router দিয়ে।) Ubiquiti UAP Outdoor Use With 2.4 GHz Omni Ceiling Antenna



2.4 GHz Indoor Omni Ceiling Antenna.

আজ আমরা Omni Ceiling Antenna সম্পর্কে জানবো । এই অ্যান্টেনা (800 MHz to 2500 Mhz) সাপোর্ট করে। নিন্মে Technical & Mechanical Specifications দেয়া হল : 


Category :                                Ceiling mount Antennas
Frequency Range :                    MHz 2400-2500
Bandwidth :                               MHz 100
Gain-dBi :                                 6/8 dBi
VSWR:                                     ≦1.5
Nominal impedance :                 Ω 50
Polarization :                             Vertical
Maximum power:                        50
Connector:                                N female 
Remarks Fixed:                          with nut

আমরা যত প্রকার Wi-Fi Router, Access Point, ব্যাবহার করি সবগুলই ২.৪ গিগাহাজ সাপোর্টে কাজ করে। বাজার এর এসব ওয়ারলেস রাউটার গুলো সর্ব উচ্চ ৪০০ মিটার পর্যন্ত কাজ করে। এর ভিতরে দেয়াল, গ্লাস, মেটাল, ট্রি Frequency Jam করার যামেলা, আছে অন্য সাব Frequency Overlapping, Like Micro-oven, Cordless Phone, Wi-Fi Sound system, এসব Interference এর কারনে signal weak হয়ে যায়। আছে Router, Access Point এর concurrent user load প্রবলেম। একসাথে ১০জন ব্যাবহারকারি  Download করা শুরু করলেই Router, Access Point Restart হয়ে যায়, Hang হয়ে যায়, মোবাইল, ল্যাপটপ, ওয়ারলেস কার্ড Disable, Enable করতে হয়। আবার এক Floor থেকে অন্য Floor এ গেলেই missing SSID, New SSID, New Password, অনেক যামেলা, মোবাইল ফোন এর মত Radius support নাই, WDS, Mesh WLAN Network, Weak Signal. অফিস, মার্কেট, স্কুল, এ সব জায়গায় অনেক Router, Access Point আলাদা SSID, আলাদা Password, 

আমরা চাইলে নিন্মের সিস্টেম টা ব্যাবহার করে large coverage এবং একটি SSID দিয়েই আমাদের ৮০০০ মিটার এরিয়া কাভার করতে পারি অনেক সহজে, অল্প খরচে।


নিন্মের ছবি টা দেখুন,



Video File দেখুন এ link এ...।

 

Monday, March 2, 2015

2.4 GHz Omni Antenna WiFi Range 360° Cover 8000 Meter in Single SSID ? (কিভাবে ওয়াই ফাই র‍্যাঞ্জ ৩৫০ মিটার থেকে ৮০০০ মিটারে কাজ করে একটা SSID দিয়ে ?)

কম্পিউটার মার্কেট এ যেসব 2.4 GHz রাওটার বা ওয়ারলেস অ্যাক্সেস পয়েন্ট আমরা দেখতে পাই, তা বড়জোর ১০০ থেকে ৩৫০ মিটার পর্যন্ত কাজ করে, তার মদ্দেও Glass, metal, tree Obstacle  তৈরি করে।

এ প্রব্লেম এর জন্য আমাদের এক রুম থেকে অন্য রুম এ নেটওয়ার্ক কোয়ালিটি ভাল পাইনা। এর জন্য আলাদা আলাদা রাউটার বা অ্যাক্সেস পয়েন্ট ব্যাবহার করতে হয়। নেটওয়ার্ক ওয়াইফাই স্ক্যানার স্টার্ট দিলে সখানেক ওয়াইফাই SSID দেখতে পাই। সব কটাই কানেট দিলে Low Range দেখায়। ডাটা ট্রান্সফার দিলেই Disconnect হয়ে যায়।

আমাদের মোবাইল ফোন গুলো আমারা যখন ব্যাবহার করি তখন এক সেল টাওয়ার থেকে অন্য টাওয়ার Move করার সময়  কল কাটে ও না, Signal Drop হয়না।

আমরা চাইলে আমাদের বাসা, অফিস, ফ্যাক্‌ট্রি ,মার্কেট এ এই টেকনোলজি ব্যাবহার করতে পারি। আমি আপনাদের দেখাতে চাই কতো অল্প খরচে তা করা যায়।

আমাদের প্রয়োজন ।                                                                ছবি টা দেখুন বাসা, ফ্ল্যাট এর জন্য।

০১.2.4 GHz WiFI Router Output Power 26dB
০২. 2.4 GHz WiFi Repeater Output Power 20W
০৩. Base Station Power Splitters
০৪. Directional Couplers 4/6/8 Way
০৫. 2 Way Power Splitters
০৬. 2.4 GHz 6dB Omni Ceiling Mounted Antenna
০৭. 2.4 GHz 8 dB Wall Mounted Antenna
০৮. 2.4 GHz 10 dB Logarithm Cycle Antenna
 
                    
 ছবি টা দেখুন অফিস, বা মার্কেট এর জন্য

আরো জানার জন্য Video File টি দেখুন......